বাংলাদেশকে ৮৬ রানে হারিয়ে সিরিজ ভারতের

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বুধবার ভারতের দেওয়া ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করল ভারত। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।

এদিন ৪৬ রানে শুরুর চার ব্যাটারকে হারিয়ে ব্যাটফুটে চলে যায় বাংলাদেশ। আর ম্যাচে ফিরতে পারেনি।

মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৩৯ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করে এসেছে পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে।

ভারতের সাতজন বোলার হাত ঘুরিয়ে প্রত্যেকে উইকেট পেয়েছেন। সর্বোচ্চ ২টি করে শিকার ধরেছেন নিতিশ কুমার রেড্ডি ও বরুণ চক্রবর্তী।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত দুই মিডল অর্ডার ব্যাটার নীতিশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংয়ের জোড়া ফিফটিতে ৯ উইকেটে ২২১ রানের বিশাল পুঁজি গড়ে।

নীতিশ ও রিঙ্কু চতুর্থ উইকেটে ৪৯ বলে ১০৮ রানের বিধ্বংসী জুটি গড়েন। ৪টি চার ও ৭টি ছক্কায় ৩৪ বলে ৭৪ রান করেন নীতিশ। ২৬ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় অর্ধশতক পূরণ করা রিঙ্কু ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রান করেন।

পান্ডিয়া ২টি করে চার-ছক্কায় ১৯ বলে ৩২ এবং পরাগ ২টি ছক্কায় ৬ বলে ১৫ রান করেন। রিশাদ ৫৫ রানে ৩ উইকেট নেন। ভারতীয় ইনিংসের শেষ ওভারে ৮ রানে ৩ উইকেট নেন রিশাদ। এছাড়া তাসকিন, মোস্তাফিজ ও তানজিম ২টি করে উইকেট নেন।