বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জয়
বিশ্বকাপ বাছাইয়ের নিজেদের সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছিল ব্রাজিল। হারের সেই ক্ষত নিয়েই আজ মাঠে নেমেছিল চিলির বিপক্ষে। এই ম্যাচেও দরিভাল জুনিয়রের শিষ্যরা পিছিয়ে পড়েছিলো ম্যাচের একেবারের শুরুতেই। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতার দিরলেও শেষ পর্যন্ত ড্র করে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল সেলেসাওরা। তবে শেষ পর্যন্ত লুইজ হেনরিকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সান্তিয়াগোয় চিলির বিপক্ষে ম্যাচের একেবারে শুরুতেই পিছিয়ে পড়ে ব্রাজিল। নিজেদের গুছিয়ে নেয়ার আগেই গোল হজম করতে হয় দরিভালের শিষ্যদের। ফিলিপে লায়লোর বাড়ানো ক্রসে শুরুতেই চিলিকে এগিয়ে দেন এদুয়ার্দো ভারগাস।
১ গোলের লিড নেয়ার পর ম্যাচের ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় চিলি। তবে ৩০ গজ দূরে থেকে দারিও ওসোরিওর নেয়া শট ব্রাজিলের গোলরক্ষক এদেরসনকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি, চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে।
এদিকে শুরুতেই পিছিয়ে পড়া ব্রাজিল বল দখলে রেখে সমতায় ফিরতে মরিয়া হয়ে লড়াই করলেও গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে ভাঙে ডেডলক। ব্রাজিলের হয়ে আজই অভিষেক হয়েছে ইগর জেসুসের। স্যাভিনিওর বাড়িয়ে দেয়া বল থেকে হেডে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। সেলেসাওদের হয়ে অভিষেক ম্যাচে গোল করেই দলকে সমতায় ফেরান তিনি।
এদিকে সমতায় থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর আরও এক গোলের দেখা পেয়েছিল ব্রাজিল। তবে রাফিনিয়ার করা সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়। ব্রাজিল জয়সূচক গোলের দেখা পায় ম্যাচের ৮৯ মিনিটে। ব্রুনো গিমারেজের বাড়িয়ে দেয়া বলে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে ৯ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট এখন ১৩, আছে টেবিলের চারে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা।