বিপিএলে যাদের হয়ে খেলবেন সাকিব-জাকির

বিপিএলে যাদের হয়ে খেলবেন সাকিব-জাকির

প্লেয়ার্স ড্রাফটের আগে বিপিএলের জন্য সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে টানতে ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যস্ত সময় পার করছে। পুরোনো মালিকানায় থাকা সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ কে হবেন তা নিশ্চিত নয়। বিদেশি ক্রিকেটারদের কাউকে এখনো দলটি অন্তর্ভুক্ত করেনি।

তবে গতবারের টুর্নামেন্টে খেলা দুই দেশি খেলোয়াড়কে নিজেদের ডেরায় ধরে রেখেছে সিলেট।  পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার জাকির হাসান এবারো সুরমা পাড়ের দলটিতেই খেলবেন। শনিবার সকালে সিলেট স্ট্রাইকার্স তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১৪ অক্টোবর হতে যাওয়া ড্রাফটে ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। যেখানে একজন ক্রিকেটার সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন। বিপিএলে খেলতে আগ্রহী দেশি ক্রিকেটারদের মধ্যে প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ জনের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে। যা আগের আসরগুলোর তুলনায় খানিকটা কম।

বিপিএলের গত আসরের হিসেব অনুযায়ী 'এ' ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ, ‘এফ’ ১০ লাখ এবং ‘জি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছিলেন। 

‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ২২ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৮ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জন আছেন।