সভাপতি পদে মনোনয়ন নিলেন ৪ জন

বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন দুইজন। ফলে এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থীর সংখ্যা হলো চারজন। 

শনিবার তিন দিনব্যাপী মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ও শাহাদাত জোবায়ের।

এর আগে গত বৃহস্পতিবার সভাপতি পদে মনোনয়ন নিয়েছিলেন তাবিথ আওয়াল ও এ এফ এম মিজানুর রহমান চৌধুরী।

শনিবার আলোচিত নামদের মধ্যে মনোনয়ন নিয়েছেন তরফদার মো. রুহুল আমিন। তবে সভাপতি পদে নয়, তরফদার আমিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিনিয়র সহ-সভাপতি পদে।

সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থীর সংখ্যা তিন জন। তরফদার রুহুল আমিনের আগে এই পদে মনোনয়নপত্র নিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। আজ শেষ দিনে এই পদে আরও মনোনয়ন নিয়েছেন মনির হোসেন নামের তৃণমূলের এক সংগঠক।

এছাড়া সহ-সভপতি পদে ১২ জন ও সদস্য পদে ৪৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।