মাহমুদুল্লাহর বিদায়ী ম্যাচে ২৯৭ রানের পাহাড় ভারতের
হায়দ্রাবাদে রাজিব গান্ধি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ভারত। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ।
শনিবার (১২ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করেছে স্বাগতিক ভারত। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান। একটু জন্য মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা ৩১৪ রানের রেকর্ডটি ছুতে পারেনি ভারত।
তবে এই রানের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে করা আফগানিস্তানের ২৭৮ রানের ইনিংসটি চলে গেছে তৃতীয় স্থানে। এটি টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ ইনিংস।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬০ রানের ইনিংসটি ছিল তাদের সর্বোচ্চ। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেছেন সঞ্জু স্যামসন। অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫। দুজন মিলে দ্বিতীয় ইনিংসে গড়েন ১৭৩ রানের জুটি।
২০ ওভারের খেলায় ২৫টি চারের সঙ্গে ২২টি ছক্কা মেরেছে ভারত। সব মিলিয়ে শুধু বাউন্ডারি থেকেই তারা করেছে ২৩২ রান।
শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ ও রিয়ান পারাগ ১৩ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম হাসান। বিপরীতে ৪ ওভারে ৬৬ রান খরচ করেন তিনি। যা বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৯৭/৬ (স্যামসন ১১১, আভিশেক ৪, সুরিয়াকুমার ৭৫, পারাগ ৩৪, পান্ডিয়া ৪৭, রিঙ্কু ৮*, নিতিশ ০, সুন্দার ১*; মেহেদি ৪-০-৪৫-০, তাসকিন ৪-০-৫১-১, তানজিম ৪-০-৬৬-৩, মুস্তাফিজ ৪-০-৫২-১, রিশাদ ২-০-৪৬-০, মাহমুদউল্লাহ ২-০-২৬-১)