পর্তুগালের জয়ের রাতে রোনালদোর গোল

পর্তুগালের জয়ের রাতে রোনালদোর গোল

নেশন্স লিগে গতকাল পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। রবার্ট লেভানডভস্কি-ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিলেন সমর্থকরা। তবে ঘরের মাঠে এই ম্যাচে পর্তুগীজদের বিপক্ষে লেভানডভস্কি জালের দেখা না পেলেও দলকে জেতাতে দারুণ এক গোল করেছেন সিআরসেভেন। টুর্নামেন্টে এ নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন তিনি। রোনালদোর গোলে ৩-১ গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে পর্তুগাল।

ওয়ারশতে পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ম্যাচটিতে দুই দলই দাপুটে ফুটবল খেলবে এমনটাই ধারণাই করা হয়েছিল। তবে রোনালদোর পর্তুগালের সামনে খুব বেশি আধিপত্য বিস্তার করতে পারেননি লেভানডভস্কিরা।

ম্যাচের ২৬ মিনিটেই পর্তুগাল এগিয়ে যায় বের্নার্দো সিলভার গোলে। ১ গোলের লিড নেয়ার পর পর্তুগীজদের এগিয়ে দেন রোনালদো। ৩৭ মিনিটে জালের দেখা পান তিনি। রাফায়েল লেয়াওয়ের নেয়া শট পোস্টে লেগে ফিরে আসলে তা পেয়ে যান রোনালদো, ফিরতি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া পর্তুগাল দ্বিতীয়ার্ধেও গোলের লক্ষ্যে লড়াউই করেছে। এদিকে ম্যাচের ৬৩ মিনিটে রোনালদোকে তুলে নিয়ে দিয়েগো জোটাকে মাঠে নামান কোচ রবার্তো মার্টিনেজ।। এরপর ৭৮ মিনিটে এক গোল শোধ করে পোল্যান্ড। ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জেলিনস্কি গোল করে পোল্যান্ডকে সমতায় ফেরানোর আশা দেখান।

তবে এর দশ মিনিট পরেই ফের এগিয়ে যায় পর্তুগাল। এবার অবশ্য পর্তুগীজ ফুটবলারদের কেউই গোল করেননি। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পোল্যান্ড। এই গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। নেশন্স লিগে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে পর্তুগাল।