ভারতকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

ভারতকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

অস্ট্রেলিয়ার কাছে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের যাওয়ার ভাগ্য ঝুলে ছিলো পাকিস্তানের কাছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান হারলে ভারতকে ৮ বছর পর বিশ্বকাপের গ্রুপ থেকে বিদায় নিতে হবে। এমন সমীকরণে আজ ম্যান ইন ব্লুদের মেয়েরা তাকিয়ে ছিলো পাকিস্তানের বিপক্ষে। তবে হতাশায় ডুবতে হয়েছে হরমনপ্রীত কৌরদের। কেননা কিউই নারীদের বিপক্ষে ৫৪ রানে হেরে ভারতের সঙ্গে গ্রুপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তান মেয়েদের। 

টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১০ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। তাতে ৫৪ রানের জয়ে ভারতের স্বপ্ন ভঙ্গ করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটে কিউই মেয়েরা।  

আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় কিউয়ি মেয়েরা। উদ্বোধনী জুটি ৪১ রান যোগ করে তারা। তবে এরপরই এই জুটি ভাঙে পকিস্তানের বোলাররা। এরপরই ছন্দ হারিয়ে আরও দলীয় ৫৮ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পরে নিউজিল্যান্ডের মেয়েরা। 

সেখান থেকে চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। কিন্তু দলীয় ৯৬ রানে এই জুটি ভেঙে ম্যাচে ফেরার চেষ্টা করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১০ রানের সংগ্রহ পায় কিউই মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন বেটস, এছাড়া হ্যালিডে যোগ করেন ২২ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৫.৪ ওভারে মাত্র ২৮ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান দল। শেষ পর্যন্ত ৫৬ রানে গুটিয়ে যায় ম্যান ইন গ্রিনের মেয়েরা। তাতে ৫৪ রানের জয়ে ভারতের স্বপ্ন ভঙ্গ করে শেষ চারের টিকিট নিশ্চিত করে কিউই মেয়েরা।