অবশেষে মাঠে ফিরছেন নেইমার

অবশেষে মাঠে ফিরছেন নেইমার

ফুটবলে নেইমারের আগমন হয়েছিল ধূমকেতুর মতো। ব্রাজিলের ফুটবলে তখন প্রতিভার বড্ড অভাব। ফর্ম হারিয়েছেন রোনালদিনহো, কাকাও বেশির ভাগ সময়ই থাকেন চোটগ্রস্ত। রোনালদোর পর বলার মতো কোনো ‘নাম্বার নাইন’ জোটেনি তাদের কপালে। তখনই আশার বাণী হয়ে এসেছিলেন নেইমার। মাত্র ১৮ বছর বয়সেই ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যৎ দুটিই ভাবা হয়েছিল নেইমারকে। সব মিলিয়ে অনেকের কাছেই নেইমার এক হতাশার নাম। যা কিছু তাঁর কাছে চাওয়া ছিল, সেটা যে তিনি মেটাতে পারেননি!

কেননা ক্যারিয়ারের অনেকটা সময় তিনি ইনজুরির কারণে থেকেছেন মাঠের বাহিরে। আর শেষে এসে টাকার পিছু হাটতে যেয়ে ইউরোপ ছেড়ে পাড়ি জমান সৌদি আরবের লিগে। তার এমন সিধান্ততে অনেকে ভোক্তরাই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এরপরও সেলেসাও তারকার জনপ্রিয়তা কমেনি। গেল বছরে চোঁটে পরে মাঠে বাহিরে ছিটকে যাণ তিনি, এরপর এক বছর মাঠের বাইরে থেকে এখন ফেরার দিন গুণছেন ব্রাজিলের পোস্টার বয়। 

ইএসপিএন ব্রাজিল জানায়, অক্টোবরেই আল হিলালের জার্সিতে নেইমারকে দেখার সম্ভাবনার কথা। বাম হাঁটুতে এসিলের ইনজুরির পর অস্ত্রোপচার শেষে পুনঃর্বাসন প্রক্রিয়াও শেষ নেইমারের। ২৯ সেপ্টেম্বর থেকে মাঠে নিয়মিত অনুশীলনও করছেন। নেইমারকে যারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে তাদের বরাত দিয়ে ইএসপিএন ব্রাজিল দাবি করছে, ২১ তারিখ মাঠে নামতে পারেন নেইমার। 

সেই দিনই চ্যাম্পিয়নস লিগ এলিটে নেইমারের দল আল হিলালের ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল আইনের বিপক্ষে। ফিটনেস কোচদের কাছ থেকে সবুজ সংকেত মিললে সে ম্যাচেই নেইমারকে মাঠে নামিয়ে দিতে পারেন আল হিলাল কোচ হোর্হে হেসুস। 

অবশ্য হেসুসের সিদ্ধান্তই শেষ নয়, এর আগে ব্রাজিলের টিম ডক্টর রদ্রিগো লাসমার নেইমারকে পর্যবেক্ষণ করবেন। সে উদ্দেশ্যে ব্রাজিল থেকে সৌদি আরবেও যাচ্ছেন তিনি। তিনিই নেইমারের হাঁটুর অস্ত্রোপচার করেছিলেন। তিনি সংকেত দিলেই মাঠে নামতে আর বাধা থাকবে না সেলেসাও এই তারকার।