নেপালে বাংলাদেশ নারী দলকে উষ্ণ অভ্যর্থনা
সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপাল পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাত্রা করে প্রতিযোগিতার শিরোপাধারীরা। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কাঠমান্ডু পৌঁছায় তারা।
বাংলাদেশ দল কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উষ্ণ অভ্যর্থনায় তাদের বরণ করে নেওয়া হয়। ১৭ থেকে ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর। দুই বছর আগে এই নেপালে অনুষ্ঠিত আসরেই প্রথমবারের মতো শিরোপার মুকুট পরে বাংলাদেশের মেয়েরা।
তবে শিরোপা ধরে রাখার প্রশ্নে এবার বাংলাদেশ অতটা আত্মবিশ্বাসী নয়। গতকাল সাফ উপলক্ষে আনুষ্ঠানিক সংবাদসম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন প্রস্তুতি নিয়ে এক রকম অসন্তুষ্টিই প্রকাশ করেছেন। বিশেষ করে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ ছিল তার কণ্ঠে।
এক প্রশ্নের উত্তরে সাবিনা বলেন, ‘সাফের জন্য আসলে কিছু ম্যাচ পাওয়া দরকার ছিল। অবশ্যই খারাপ লাগা আছে যে কিছু ম্যাচ খেলতে পারিনি। এখানে আক্ষেপের জায়গা আছে।’
শিরোপা জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী এমন প্রশ্নের জবাবে সাবিনা বলেছেন, ‘এটা বলতে পারব না। সাফ এবার অনেক কঠিন হবে। চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য।’
দুই বছর আগে শিরোপা জয়ী দলের অনেকে অবসরে গেছেন। তাদের মধ্যে সিরাজ জাহান স্বপ্না ও আঁখি খাতুনের অভাব খুব অনুভব করবেন বলেও জানিয়েছেন সাবিনা।