টেস্টে নতুন ইতিহাস গড়ল ভারত

টেস্টে নতুন ইতিহাস গড়ল ভারত

১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছে ভারত। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন এমন দৃশ্যের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব।

টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসের ৩০তম ওভারে আজাজ প্যাটেলের বলে ডাউন দ্য উইকেট এসে অফ দিয়ে ছক্কা মারেন বিরাট কোহলি। আর তাতেই রচিত হয় নতুন ইতিহাস। 

বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন (১৮ অক্টোবর) পর্যন্ত ভারতের মোট ছক্কার সংখ্যা ১০২। এর আগে ২০২২ সালে ৮৯ ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি দখলে রেখেছিল ইংল্যান্ড। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সেই রেকর্ড পেরিয়ে যায় রোহিত শর্মার দল। 

তালিকার তিন নম্বরেও ভারতের অবস্থান। ২০২১ সালে দলটি ৮৭ ছক্কা মেরেছিল। চতুর্থ ও পঞ্চম স্থানে নিউজিল্যান্ড। ২০১৪ সালে কিউইরা ৮১টি এবং ২০১৩ সালে ৭১টি ছক্কা হাঁকিয়েছিল।