১০০ টাকায় মাঠে বসেই দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২১ অক্টোবর) থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দর্শকদের জন্য এই ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।
টাইগারদের নতুন কোচ ফিল সিমন্সের প্রথম অ্যাসাইন্টমেন্ট শুরু হবে সোমবার। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে মিরপুরের হোম অব গ্রাউন্ডে। এই ম্যাচের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকায় দেখতে পারবেন এই ম্যাচ। দুই দলের প্রথম টেস্টের জন্য টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই টাকা খরচ করতে হবে।
ভিআইপি স্ট্যান্ডের জন্য টিকিটের মূল্য গুণতে হবে ৫০০ টাকা। আর ক্লাব হাউজে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন ৩০০ টাকায়। অন্যদিকে নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে মাত্র ২০০ টাকা।
দর্শকরা সর্বনিম্ন খেলা দেখতে পারবেন ১০০ টাকায়। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা। টিকিট কেনা যাবে রোববার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে। স্টেডিয়ামের ১ নং গেইটে বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন জনসাধারণ।