সাকিবকে দেশের মাটিতে বিদায় দিতে না পারা দুর্ভাগ্যজনক: শান্ত

সাকিব আল হাসান। ফাইল ছবি

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে তিনি বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের কারণে সেটা হয়ে উঠল না। সাকিবকে দেশের মাটিতে বিদায় দিতে না পারাকে দুর্ভাগ্যজনক বলছেন নাজমুল হোসেন শান্ত।

আজ রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব ইস্যুতে অনেক কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানিয়েছেন, সাকিবের বিদায়ী ম্যাচ নিয়ে দলের পরিকল্পনাও ছিল, ‘অবশ্যই পরিকল্পনা ছিল আমাদের। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় (সাকিব)। শুধু বাংলাদেশ বলব না। খুবই দুর্ভাগ্যজনক যেকোনো কারণেই হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা খেলোয়াড় মনে করে এটা পেন্ডিং থেকেই গেল।’

দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারকে নিয়ে পক্ষে এবং বিপক্ষে গত কয়েকদিন ধরেই অনলাইন এবং মিরপুর স্টেডিয়ামের আশেপাশে প্রতিবাদ হচ্ছে। বাধ্য হয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে যান চলাচল বন্ধ করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এসব কারণে মানসিকভাবে ভালো নেই ক্রিকেটাররাও। শান্ত বলেন, ‘কঠিন (মানসিক অবস্থা)। সত্যি করে বললে। তবে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে চিন্তা করাটা সময় নষ্ট। যত বেশি সম্ভব খেলাটে ফোকাস করা। কারণ খুব গুরুত্বপূর্ণ দুইটা টেস্ট।’

সাকিব দলে থাকা মানেই একজন স্পেশালিস্ট ব্যাটার এবং একজন স্পেশালিস্ট বোলার না থাকা। তাই দলের কম্বিনেশন মেলাতে সমস্যা হচ্ছে বলে স্বীকার করলেন শান্ত, ‘এখনো সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে। অস্বীকার করার কিছু নেই। এই জায়গা ঠিক করতে কিছুদিন সময় লাগবে। যে খেলোয়াড়গুলো আছে সবার এই সামর্থ্য আছে যার যে জায়গা থেকে ভূমিকা পালন করবে।’

ঘটনা যাই হোক, সাকিবকে দেশের মাটিতে বিদায় দিতে না পারাটা দুর্ভাগ্যজনক হিসেবেই দেখছেন টাইগার অধিনায়ক, ‘কীভাবে দেখছি আসলে...যেটা বললাম দুর্ভাগ্যজনক (সাকিবকে মিরপুরে বিদায় দিতে না পারা)। যেটা হওয়া উচিত ছিলো। আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে টেস্ট ম্যাচের আগের দিন কথা এগুতে চাই না।’