সাকিবকে ছাড়াও আমরা জিতেছি: তাইজুল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে কিছু কারণে এই টেস্টে নেই তিনি। টাইগার অলরাউন্ডার না থাকায় সমস্যা দেখছেন না আরেক স্পিনার তাইজুল ইসলাম।
মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। তবে মাত্র দেড় সেশন ব্যাট করতে পারা বাংলাদেশ ১০৬ রানেই গুটিয়ে যায়। তবুও তাইজুল ইসলামের ঘূর্ণিতে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে টাইগাররা।
মিরপুর টেস্টে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১৪০ রান। যেখানে প্রোটিয়াদের ৫ ব্যাটসম্যানকেই আউট করেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। টেস্টে ১৩তম বার পাঁচ উইকেটের স্বাদ পেলেন বাঁহাতি এই স্পিনার।
বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখা তাইজুল ম্যাচ শেষে কথা বলেছেন তার পারফরম্যান্স নিয়ে। এছাড়াও টেস্ট ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলফলক নিয়েও কথা বলেছেন এ বাঁহাতি স্পিনার।
তাইজুল বলেন, ২০০ উইকেট পাওয়া ভালো লাগার বিষয়। বাংলাদেশ অনেক বেশি টেস্ট খেলে না। ২০০ উইকেট পেয়েছি গর্বের নয়। তবে ভালো লাগছে।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে ছাড়া মাঠে নেমেছে বাংলাদেশ দল। সাকিব না থাকায় তেমন কোনো সমস্যা দেখছেন না টাইগার এই স্পিনার। তবে সাকিবের চেয়ে যেন বাংলাদেশ ভালো ক্রিকেটার পায়, সেই ইচ্ছা প্রকাশ করেছে তিনি।
টাইগার এই স্পিনার বলেন, সাকিবকে ছাড়াও আমরা খেলেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়েও আমরা সাকিবকে ছাড়া জিতেছি। একটা সময় স্থান ছাড়তে হবে। উনি ভালো ক্রিকেটার ছিলেন। তার চেয়ে ভালো ক্রিকেটার আসুক প্রত্যাশা রাখি।
উইকেট নিয়ে তাইজুল বলেন, উইকেটের দোষ দেওয়ার কিছু নাই। আমরা ভালো খেললে ভালো ফলাফল করবো। উইকেট বিষয় না। চেষ্টা থাকবে দ্রুত অলআউট করতে হবে।