হাসানের জোড়া আঘাত

হাসানের জোড়া আঘাত

উইয়ান মুল্ডার ও কেশব মহারাজের উইকেট তুলে নিয়ে বাংলাদেশ দলকে স্বস্তি এনে দিয়েছেন পেসার হাসান মাহমুদ। ফিফটি হাঁকানো কাইল ভেরেইন্নে অবশ্য এখনো ক্রিজে রয়েছেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ১০৬ রানের জবাবে প্রোটিয়াদের সংগ্রহ ৮ উইকেটে ২৩৬ রান। ভেরেইন্নে ৭৪ ও ডেন পিডট ২ রানে ক্রিজে আছেন। সফরকারীরা বর্তমানে ১৩০ রানের লিডে রয়েছে। 

হাসান মাহমুদের বলে প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতে ধরা পড়ে ব্যক্তিগত ৫৩ রানে ফেরেন মুল্ডার। ভেঙে যায় তার সঙ্গে ভেরেইন্নের সপ্তম উইকেটে গড়া ১১৯ রানের জুটি। পরের বলেই কেশব মহারাজকে বোল্ড করে হাসান হ্যাটট্রিকের আশাও জাগিয়েছিলেন। 

ছয় উইকেটে ১৪০ রান নিয়ে মঙ্গলবার সফরকারীরা দ্বিতীয় দিনের খেলা আরম্ভ করে। ভেরেইন্নে ও মুল্ডার স্বাগতিকদের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে থাকেন। দুজনই ফিফটির দেখা পান। ব্যক্তিগত ৪৭ রানে জীবন পান মুল্ডার। নাঈম হাসানের বলে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মুমিনুল হক লাফিয়েও বল তালুবন্দিতে ব্যর্থ হন।