দিনের শুরুতেই তিন উইকেট হারাল বাংলাদেশ
মিরপুর টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনের সেঞ্চুরিতে ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ২০২ রানের বড় লিড পায় প্রোটিয়ারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় দিনেই অল্প রানে তিন উইকেট হারায় টাইগাররা। তবে মুশফিকুর রহিমের পাল্টা আক্রমণে দ্রুত ঘুরছে রানের চাকা। জয় আর মুশফিকের ব্যাটে চড়ে ১০০ ছাড়ায় বাংলাদেশ। এরপর আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা যখন সমাপ্ত হয় তখন টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান।
১০১ রানে পিছিয়ে থেকে হারের শঙ্কা নিয়েই আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে আজও শুরুটা ভালো হয়নি টাইগারদের। গতকাল প্রতিরোধ গড়া জয় জয়-মুশফিক ফিরেছেন আজ দিনের শুরুতেই। এরপর লিটন দাসও পাননি সফলতার দেখা।
১০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ দলীয় ১০৫ রানেই হারায় ওপেনার জয়কে। কাগিসো রাবাদার করা ওভারের প্রথম বলে স্লিপে ডেভিড বেডিংহামের মুঠোবন্দী হন জয়। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছিলেন তরুণ এই ওপেনার, তবে ইনিংস বড় করতে পারেননি, সাজঘরে ফিরেছেন ৯২ বলে ৪০ রান করে।
এদিকে গতকাল তিন উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে আগ্রসী মেজাজে খেলেছিলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার এ ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। রাবাদার করা সেই ওভারের তৃতীয় বলেই স্ট্যাম্প উপড়ে যায় তাঁর, অনেকটা প্রথম ইনিংসের মতোই আউট হয়েছেন মুশফিক, এর আগে করেছেন ৩৩ রান।
এরপর ক্রিজে ছিলেন মেহেদী মিরাজ এবং লিটন দাসও। তবে এ দুজনও জুটি গড়ে দলের হাল ধরতে ব্যররথ হয়েছেন। দলীয় ১১২ রানে কেশব মহারাজের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেন লিটন। প্রথম ইনিংসে ১ রান করা লিটন দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৭ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১২১ রান, দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছে ৮১ রানে।