ফিফা র‌্যাংকিং: কোনো ম্যাচ না খেলেই বাংলাদেশের উন্নতি

ফিফা র‌্যাংকিং: কোনো ম্যাচ না খেলেই বাংলাদেশের উন্নতি

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) র‍্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদ করেছে। অক্টোবর উইন্ডোতে কোনো ম্যাচ না খেলেই এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। 

সেপ্টেম্বরে প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে বর্তমানে ১৮৬তম অবস্থানে ছিল লাল-সবুজের দল। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) র‍্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশের পর দেখা যাচ্ছে, এবার এক ধাপ এগিয়ে আগের ৮৯৬.৭১ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজের জার্সিধারীদের অবস্থান ১৮৫তম।

র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই থেকে পাঁচে রয়েছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।