সাবিত্রাকে নিয়ে সতর্ক বাংলাদেশ
ইউরোপে খেলা দক্ষিণ এশিয়ার একমাত্র নারী ফুটবলার সাবিত্রা ভান্ডারি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ফরাসি ক্লাব গিয়াঙ্গমের হয়ে খেলছেন। বর্ণিল ক্যারিয়ারে ভারতের ক্লাব সেথু এফসি ও গোকুলাম কেরালার হয়ে জিতেছেন লিগ।
এক দশক ধরে নেপালের হয়ে খেলছেন সাবিত্রা, সাফ অঞ্চলে তার নামের পাশে রেকর্ড ৫৪ গোল। ক্রিস্টিয়ানো রোনালদোকে মানেন আদর্শ আইডল। নিজেকে আরো পরিপক্ক করতে দেখেন মেসি-নেইমারদের খেলার ভিডিও।
২৭ বর্ষী নেপালি ফরোয়ার্ডকে নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ বাড়তি সতর্কতা অবলম্বন করবে। বাঘিনীদের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর কথাত সেটি পরিষ্কার।
সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটু বলেন, ‘আপনারা বিগত দিনেও (তার পারফরম্যান্স) দেখেছেন সাফে। সাবিত্রা ভান্ডারি, তাকে ছোট করে দেখবো না। খুবই অভিজ্ঞ ও ভালো খেলোয়াড়। আমাদের ছক থাকবে তাকে মার্ক করার। আমরা ঐভাবেই খেলবো।’
ট্রফি নিয়েই দেশে ফেরার প্রতিশ্রুতি দেওয়া বাংলাদেশ দলের ডিফেন্ডার আফঈদা খন্দকারের কথাতেও একই সুর। তার ভাষ্য, ‘নেপালের সঙ্গে এর আগে আমরা খেলছি। এশিয়ান কাপে খেলেছি। বাংলাদেশেও খেলেছি। সেখানে সাবিত্রা আপুও ছিলেন। তাকে আমরা ধরে খেলেছি।’
আগামী বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আরম্ভ হবে ফাইনাল। লাল-সবুজের দল হিমালয়ের দেশটির মুখোমুখি হয়ে সাফের শিরোপা জয়ের দিকে মনোনিবেশ করছে।