‘আমরা ইনশাল্লাহ ট্রফি নিয়েই দেশে ফিরবো’
‘ইতিহাস আমাদের দলের আপুরা গত আসরেই রচনা করেছেন। এবার সেটা ধরে রাখার পালা। আমরা অবশ্যই নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করেন। তারা সবসময়ই আমাদের জন্য দোয়া করেন। সেই দোয়া যেন অব্যাহত থাকে। আমরা ইনশাল্লাহ ট্রফি নিয়েই দেশে ফিরবো।’
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অঙ্গীকারের কথা এভাবেই সাংবাদিকদের সামনে বলেছেন আফঈদা খন্দকার। বাংলাদেশ দলের ডিফেন্ডার নেপালের বিপক্ষে ফাইনালে মাথা ঠাণ্ডা রেখে খেলার দিকে নজর রাখছেন।
নেপালকে হারিয়ে দুই বছর আগে ট্রফি উঁচিয়ে ধরেছিল বাঘিনীরা। ফাইনালে আবারো সেই একই প্রতিপক্ষ। এবারের আসরে এখনো স্বাগতিকদের মুখোমুখি হয়নি বাংলাদেশ। প্রতিপক্ষ শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই আফঈদার বিশ্বাস।
‘সব টিমই মোটামুটি ভালোই খেলেছে। আমরা যাদের সঙ্গে খেলেছি ভুটান, পাকিস্তান, ভারত সব দলই আগের চেয়ে অনেক উন্নতি করেছে। নেপালের সঙ্গে এবারের আসরে আমরা এখনও খেলিনি। তাদের বিপক্ষে আমরা ফাইনাল খেলবো। তারা ফাইনালে ভালোই খেলবে, সে প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামবো।’
‘এবারো আগের মতোই ঠাণ্ডা মাথায় আমরা খেলবো। মাঠের ভেতরে দর্শক থাকবে। সেখানে মাথা গরম করা যাবে না। ঠাণ্ডা মাথায় খেলতে হবে। আমরা মনে করবো নেপালের সাপোর্টারার আমাদের সাপোর্টার। এটা চাপ নেয়ার কোনো বিষয় না।’
আগামী বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আরম্ভ হবে ফাইনাল। লাল-সবুজের দল হিমালয়ের দেশটির মুখোমুখি হয়ে সাফের শিরোপা জয়ের দিকে মনোনিবেশ করছে।