প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত তাইজুলের
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছে প্রোটিয়ারা। সফরকারীদের শিবিরে প্রথম আঘাত হেনেছেন তাইজুল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ৭০ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন টনি ডি জর্জি। উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান।
ব্যক্তিগত ৩৩ রানে তাইজুলের শিকারে পরিণত হন মার্করাম। যার ফলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তবে ব্যাটিং পিচে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে প্রোটিয়ারা।
বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন নিয়মিত উইকেটরক্ষক লিটন দাস। অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।
সবমিলিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে আছে তিন পরিবর্তন। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।