শিরোপার লড়াইয়ে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

শিরোপার লড়াইয়ে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

চিত্রনাট্য একই রকম। নারী সাফের ফাইনাল, প্রতিপক্ষ সেই নেপাল। যুদ্ধের ময়দান কাঠমান্ডুর সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। এক কথায় গত আসরের পুনরাবৃত্তি। এখন ফলাফলের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারো সাফের শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে আছেন সাবিনা খাতুনরা।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক। দুই বছর আগে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে এবার এতোটা সহজ হবে বলে মনে করছেন না সাবিনা। তাই তো ফাইনালে শিহরণ জাগানিয়া কিছুরই প্রত্যাশা করছেন তিনি।

সংবাদ সম্মেলনে সাবিনা বলেন, “দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে, সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। সবার প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কীভাবে খেলছে। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলব।”

শিহরণ জাগানিয়া ফাইনাল হবে উল্লেখ করে সাবিনা আরো বলেন, “আমরা অনেকটা পথ এসেছি, আরো এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সবকিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনও কখনও উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। স্বাগতিক হওয়ায় ফাইনালে চাপে থাকবে নেপালই। আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা খেলতে পারি।”