শনিবার সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আগামী শনিবার (২ নভেম্বর) তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বাফুফে ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা নারী দলের সঙ্গে সাক্ষাৎ করবেন শনিবার। আমরা নারী ফুটবলের উন্নয়নের সঙ্গী হিসেবে রয়েছি।
প্রসঙ্গত, বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। এটি আমাদের নারী ফুটবল দলের একটি অসাধারণ অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। ফুটবল দলকে ১ কোটি টাকা নগদ অর্থ পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবি ২০ লাখ টাকার পুরস্কার দেবে বলে জানা গেছে।