ফিফা প্রীতি ম্যাচ: বাংলাদেশ দলে ডাক পেলেন আরো ১১ ফুটবলার

ফিফা প্রীতি ম্যাচ: বাংলাদেশ দলে ডাক পেলেন আরো ১১ ফুটবলার

মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য আগেই ১৬ সদস্যের আংশিক দল ঘোষিত হয়েছিল। এবার অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন আরো ১১ জন ফুটবলার। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় ডাক পাওয়া খেলোয়াড়রা হোটেল ইন্টারকন্টিনেল্টালে জাতীয় দলের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন। তাতে ক্যাম্পে ডাক পাওয়া মোট ফুটবলারের সংখ্যা ২৭ জোনে দাঁড়াবে। 

ক্যাম্পে যোগদানের অপেক্ষায় থাকা ফুটবলাররা হলেন- আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসেন রাহুল, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম।

এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে ভুটানে গিয়েছিল বসুন্ধরা কিংস। ক্লাবটিতে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের জন্যই অন্যান্য খেলোয়াড়দের নিয়ে আংশিক দল ঘোষণা করা হয়েছিল। কিংসের খেলোয়াড়রা দেশে ফেরায় এবার পূর্ণাঙ্গ দল পাওয়া গেল।

গত ১ নভেম্বর থেকে ১৬ ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা অধিনায়ক জামাল ভূঁইয়া স্কোয়াডে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে লাল-সবুজের দলের অধিনায়ক আগেই জানিয়েছেন, গুরুত্বপূর্ণ পারিবারিক কারণে এবার তিনি ফিফা উইন্ডোতে খেলবেন না। ম্যানেজমেন্ট এবং কোচ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন।