আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত, নিবন্ধন করেছেন ১৩ বাংলাদেশি

আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত, নিবন্ধন করেছেন ১৩ বাংলাদেশি

গত ৩১ অক্টোবর শেষ হয়েছে আইপিএলের রিটেনশন প্রক্রিয়া। এবার পালা মেগা নিলামের। আগামী আসরের আগেই অনুষ্ঠিত হবে টানটান উত্তেজনাপূর্ণ মেগা নিলাম। চলতি মাসেই এই মেগা এর আগে জানা গিয়েছিল চলতি মাসেই অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এবার চূড়ান্ত হলো দিনক্ষণ। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহ জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম।

চলতি নভেম্বর মাসের শেষে দুদিন ধরে চলবে এই মহা নিলাম। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট চলাকালীন অনুষ্ঠিত হবে এই নিলাম। সেখান থেকে দল বাছাই করবেন ১০টি ফ্রাঞ্জাইজির মালিক এবং কর্মকর্তারা। আইপিএল ২০২৫ এর আগে নিলামের জন্য খেলোয়াড় নিবন্ধন আনুষ্ঠানিকভাবে ৪ নভেম্বর, ২০২৪ তারিখে শেষ হয়েছে, যেখানে মোট ১,৫৭৪ জন খেলোয়াড় (১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি) নিবন্ধন করেছেন। 
আইপিএল ২০২৫ নিলামের এই তালিকায় রয়েছে ৩২০ জন ক্যাপড খেলোয়াড়, ১,২২৪ জন আনক্যাপড খেলোয়াড় এবং অ্যাসোসিয়েট জাতির ৩০ জন খেলোয়াড়।


বিশদ তালিকা নিম্নরূপ:
· ক্যাপড ভারতীয় খেলোয়াড় (৪৮ জন)

· ক্যাপড আন্তর্জাতিক খেলোয়াড় (২৭২ জন)

· আগের আইপিএল সিজনে অংশগ্রহণ করা আনক্যাপড ভারতীয় খেলোয়াড় (১৫২ জন)

· আগের আইপিএল সিজনে অংশগ্রহণ করা আনক্যাপড আন্তর্জাতিক খেলোয়াড় (৩ জন)

· আনক্যাপড ভারতীয় খেলোয়াড় (৯৬৫ জন)

· আনক্যাপড আন্তর্জাতিক খেলোয়াড় (১০৪ জন)

দেশভেদে আইপিএল নিলামে নিবন্ধন করা ক্রিকেটার-
আফগানিস্তান- ২৯ জন
অস্ট্রেলিয়া- ৭৬ জন
বাংলাদেশ- ১৩ জন
কানাডা- ৪ জন
ইংল্যান্ড- ৫২ জন
আয়ারল্যান্ড- ৯ জন
ইতালি- ১ জন
নেদারল্যান্ডস- ১২ জন
নিউজিল্যান্ড- ৩৯ জন
স্কটল্যান্ড- ২ জন
দক্ষিণ আফ্রিকা- ৯১ জন
শ্রীলঙ্কা- ২৯ জন
সংযুক্ত আরব আমিরাত- ১ জন
যুক্তরাষ্ট্র- ১০ জন
ওয়েস্ট ইন্ডিজ- ৩৩ জন
জিম্বাবুয়ে- ৮ জন।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ২৫ জন খেলোয়াড়ের একটি স্কোয়াড পূরণ করতে সক্ষম হওয়ায়, আইপিএল ২০২৫ খেলোয়াড় নিলামে মোট ২০৪টি স্লট উপলব্ধ থাকবে।