রেড স্টারের জালে গোল উৎসব করল বার্সা
বার্সেলোনার গোল উৎসব যেন থামছেই না। এবার রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিল হ্যান্সি ফ্লিকের দল। টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করে জিতল বার্সেলোনা। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করল কাতালান দলটি।
সার্বিয়ার বেলগ্রেডে বুধবার রাতের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেভানডভস্কি। তাছাড়া একটি করে গোল করেন রাফিনিয়া, ইনিগো মার্তিনেস ও ফের্মিন লোপেস।
ম্যাচের ১৩তম মিনিটেই জালের দেখা পায় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি-কিকে দূরের পোস্টে দারুণ হেডে গোল করেন মার্তিনেস। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্লিকের দল। ২৭তম মিনিটে সমতায় ফেরে বেলগ্রেড। সতীর্থের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন কঙ্গোর ফরোয়ার্ড সিলাস।
৪৩তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট পোস্টে লাগার পর কাছ থেকে জালে পাঠান লেভানডভস্কি।
বিরতি থেকে ফিরেই নিজের দ্বিতীয় গোল পান লেভানডভস্কি। ৫৩তম মিনিটে ডান দিক থেকে কুন্দের পাস দূরের পোস্টে পেয়ে জালে ঠেলে দেন তিনি। দুই মিনিট পর গোল করেন রাফিনিয়াও। কুন্দের পাসে বক্সের বাইরে থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান এই তারকা।
গোল করার পরই উঠে যান রাফিনিয়া। তার বদলি নেমে ৭৬তম মিনিটে জালের দেখা পান ফের্মিন। তাতে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। শেষদিকে হারের ব্যবধান কমান বেলগ্রেডের মিলসন।