৬ সপ্তাহের জন্য মাঠে বাইরে নেইমার
হাঁটুর গুরুতর চোটে এক বছর বাইরে থাকার পর সপ্তাহ দুয়েক আগে মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু ফিরেই নতুন করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার ক্লাব আল হিলাল জানিয়েছে, এ দফায় ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত সোমবার ইরানের ক্লাব এস্তেগলালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামেন নেইমার। কিন্তু পায়ে টান লাগায় ২৯ মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে।
সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল হিলাল বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, স্ক্যানে ৩২ বছর বয়সী তারকার হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘তিনি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তাতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।’
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছেন তিনি।