অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে বিস্মিত হয়েছি: বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল।

শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের ভরাডুবি নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ও দলের পারফরম্যান্স নিয় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছোট্ট একটি পোস্ট করেছেন বুলবুল। তবে এই ছোট্ট পোস্টেই যেন বলে দিয়েছেন অনেক কথা।

গতকাল বুধবার (৬ অক্টোবর) ব্যাটারদের দৃষ্টিকটু পারফরম্যান্সে আফগানদের বিপক্ষে ৯২ রানে হার মানতে হয় বাংলাদেশকে। ২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেটে ১২০ রান করে ফেলেছিল টাইগাররা। কিন্তু এরপরই ভোজবাজির মতো বদলে যায় সব। ২৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বড় পরাজয় বরণ করে দল।

বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার খানিক পরই নিজের ফেসবুক আইডিতে করা পোস্টে বুলবুল লিখেছেন, ‘ছয় বছর পর আজকে শারজাতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি।’

টাইগারদের পারফরম্যান্স নিয়ে বুলবুলের বিশ্লেষণ, ‘সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল— শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে।’

তবে বুলবুল যোগ করে বলেন, ‘আশা করি আমরা খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি করতে পারব।’