সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

শনিবার তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে মিডিয়া কমিটির দায়িত্ব পাওয়া আমিরুল ইসলাম বাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে অবহিত করেন। এ সময় তিনি বলেন, ‘সাফজয়ী মেয়েরা বাংলাদেশের জন্য যে সুনাম বয়ে এনেছে, এ জন্য আমাদের বর্তমান কমিটির পক্ষ থেকে দেড় কোটি টাকা দেওয়া হবে।’

অক্টোবরে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরে বাংলাদেশ।

মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর বাফুফে তাৎক্ষণিক কোনো অর্থ পুরস্কার ঘোষণা করেনি। জানানো হয়েছিল, নির্বাহী কমিটির সভা শেষে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। আজকের সভায় বিভিন্ন বিষয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল এটি। 

এ ছাড়া বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ভাগাভাগি করা হয়েছে এদিনের সভায়।

বাবু জানিয়েছেন, দ্রুতই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে মেয়েদের পুরস্কারের অর্থ হস্তান্তর করা হবে।

খেলোয়াড় ছাড়াও টিম ম্যানেজমেন্টের সদস্যরাও পুরস্কারের অর্থ পাবেন। খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা কে কোন হারে অর্থ পাবেন, তা নির্বাহী কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাবু।