টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের পুঁজি ২৫২
সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (৯ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেষের দিকে জাকের আলি অনিকের দৃঢ়তায় ৭ উইকেটে ২৫২ রানের পুঁজি গড়ে টাইগাররা।
নাজমুল হোসেন শান্ত ১১৯ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৬ রান করেন। শেষ দিকে জাকের আলি খেলেন ২৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস। ১ চার ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
এছাড়া সৌম্য সরকার ৪৯ বলে ৩৫, নাসুম আহমেদ ২৪ বলে ২৫ রান করেন।
এদিন ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সৌম্য ও শান্ত ৯৩ বলে ৭১ রান যোগ করেন। তৃতীয় উইকেটে মিরাজের সঙ্গে জুটিতে ৮৩ বলে ৫৩ রান যোগ করেন শান্ত। এতে করে এক পর্যায়ে বড় স্কোরের স্বপ্ন দেখছিল টাইগার সমর্থকরা।
কিন্তু খেলা স্লগ ওভারে যেতে যেতেই হঠাৎ ধ্বস নামে বাংলাদেশের মিডল অর্ডারে। আর তাতেই চ্যালেঞ্জিং পুঁজি গড়া নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে সপ্তম উইকেটে নাসুমের সঙ্গে জাকের ৪১ বলে ৪৬ ও অষ্টম উইকেটে তাসকিনের সঙ্গে জাকের ১৪ বলে অবিচ্ছিন্ন ২২ রান যোগ করলে বাংলাদেশের স্কোর আড়াইশ পেরোয়।
আফগানদের পক্ষে নানগেয়ালিয়া খারোতে সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন আল্লাহ গজনফর ও রশিদ খান।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে তারা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্তদের।