আফগানদের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

আফগানদের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় এনেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। 

এমন ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে গুরবাজের শতকে ১০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় আফগানরা। তাতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় হাসমতউল্লাহর দল 

আফগানিস্তানের হয়ে রান তাড়া করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও সিদিকুল্লাহ আতাল। অষ্টম ওভারে ১৪ রান করা আতালকে বোল্ড করে তাদের ধাক্কা দেন নাহিদ। এরপর রহমত শাহকে ৮ রানে কট অ্যান্ড বোল্ড করেন মুস্তাফিজুর রহমান।

হাশমতউল্লাহ শাহিদি ৬ রানে ফিরলে কিছুটা চাপে পড়ে আফগানরা। তবে তিন উইকেট হারালেও দলটির রানের গতিতে ভাটা পড়েনি। রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদীর কাছ থেকে উপযুক্ত সঙ্গ না পেলেও রহমানউল্লাহ গুরবাজ একাই দলকে টেনে নিতে থাকেন। তবে চতুর্থ উইকেট জুটিতে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।

যেখানে মূল ভূমিকা গুরবাজের। তার শতকে জয়ের ভিত পায় আফগানরা। শেষ দিকে ওমরজাইর ৭০ ও নবীর ৩৪ রানের ক্যামিওতে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানরা। তাতে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের করে নেয় স্বাগতিকরা।