বিপিএলের সূচি প্রকাশ

অপেক্ষার পালা শেষে অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশ করেছে বিসিবি। চলতি বছরের ডিসেম্বরে শুরু হয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হবে এবারের বিপিএল আসর।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় অফিশিয়াল ফেসবুক পেইজে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বিসিবি।

এবারের আসরের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। তাই টুর্নামেন্টের নাম হচ্ছে ‘ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড বিপিএল টি-টোয়েন্টি’।

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের একাদশ আসর। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

৭টি দলের অংশগ্রহণে এবারের আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুরুর আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর ৪-৫ জানুয়ারি দুই দিন বিরতি দিয়ে ৬ তারিখ থেকে শুরু হবে সিলেট পর্ব। সিলেটে ৮ দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ফের দুদিন বিরতি দিয়ে ১৬ তারিখ থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও টানা ৮ দিনে ১২টি ম্যাচ খেলার পর ঢাকায় ফিরবে বিপিএল।

এরপর ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএল আসরের।