আইপিএলে তাসকিনের ঠিকানা কলকাতা?

আইপিএলে তাসকিনের ঠিকানা কলকাতা?

বাংলাদেশি স্পিডস্টার তাসকিন আহমেদকে  আইপিএলের সর্বশেষ আসরে দলে পাওয়ার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছিল। পাঞ্জাব কিংসের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলে ভেড়াতে চেয়েছিল বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায় দলের সঙ্গেই তিনি চুক্তি করেননি।

আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পেস আক্রমণের ধার বাড়াতে কলকাতা তাসকিনকে নিজেদের ডেরায় ভেড়াতে পারে।

শোয়েব আখতার, শেন বন্ড, ব্রেট লি, ট্রেন্ট বোল্ট, মরনে মরকেল এবং মিচেল স্টার্কের মতো সেরা বোলারদের একসময় খেলিয়েছে নাইট রাইডার্স। এবার তারা কাদের দিকে ঝুঁকবে? বাংলাদেশের তাসকিন আহমেদকে নিয়ে প্রতিবেদনে তার সামর্থ্য নিয়ে বলা হয়েছে। বল হাতে তার অনেক গতিসম্পন্ন হয়ে ওঠা ও ব্যাটারদের জন্য ডেলিভারিগুলো বিষ হয়ে উঠতে সক্ষম। 

আলোচনায় থাকা দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজি নতুন বলে তো বটেই, ডেথ ওভারেও কার্যকর হতে পারেন। তিনি ব্যাট হাতে লোয়ার অর্ডারে মারমুখীও হতে পারেন। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনকেও পেসারদের ক্যাটাগরি থেকেও বেছে নিতে পারে কলকাতা।