এক পরিবর্তনে শুরুর একাদশ সাজাল বাংলাদেশ

এক পরিবর্তনে শুরুর একাদশ সাজাল বাংলাদেশ

দাপট দেখিয়েও ফিনিশিংয়ের দুর্বলতায় মালদ্বীপের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় রেখে শেষ করতে চায় লাল-সবুজের দল। 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ আরম্ভ হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এরই মধ্যে জানা গিয়েছে স্বাগতিকদের শুরুর একাদশ। 

মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেমকে শুরুতে বেঞ্চে বসিয়ে রাখছেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। তার বদলে মাঠে নামবেন  মুজিবর রহমান জনি।

বাংলাদেশ দল নিঃসন্দেহে ম্যাচের আগে ফিনিশিংয়ে উন্নতির দিকে মনোনিবেশ করছে। বল দখল এবং সুযোগের কাজে লাগানোর ক্ষেত্রে লড়াইয়ের মনোভাব ইতিবাচক মানসিকরা তৈরিতে সহায়ক হতে পারে। 

১৯৮৪ সাল থেকে বাংলাদেশ ও মালদ্বীপ একে অপরের বিপক্ষে ১৯টি ম্যাচ খেলেছে। বাংলাদেশ ছয়টি জিতেছে, ছয়টি ড্র করেছে এবং সাতটিতে হেরেছে। বাংলাদেশ বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে ১৮৫তম স্থানে রয়েছে, যেখানে মালদ্বীপের অবস্থান ১৬৩তম।

বাংলাদেশের শুরুর একাদশ: 

গোলরক্ষক: মিতুল মারমা 
ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ তপু, ঈসা ফয়সাল, সাদ উদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (অধিনায়ক), মুজিবর রহমান জনি
ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম