বিয়ারের ক্যান ছুড়লেন প্রতিপক্ষ দলের সমর্থকেরা, মাথা ফাটল মেক্সিকো কোচের
ফুটবল মাঠে ম্যাচ চলাকালে কিংবা ম্যাচের সময় গ্যালারি থেকে দর্শকদের বোতলসহ বিভিন্ন জিনিসপত্র ছুড়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও লিওনেল মেসি কর্নার নিতে গেলে বোতল ছুড়ে দিতে দেখা যায় এক দর্শককে। সেই বোতল অবশ্য মেসির গায়ে লাগেনি, তিনি নিজে গিয়ে সরিয়ে দেন বোতলটি।
মেসিকে বোতল ছুড়ে দেওয়ার ঘটনা নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনা। তবে সেই ঘটনার রেশ শেষ হওয়ার আগেই বোতল-কাণ্ডে রীতিমতো রক্তারক্তি হয়ে গেছে আরেকটি ম্যাচে।
ঘটনাটি ঘটেছে কনক্যাকাফ নেশনস লিগে মেক্সিকো-হন্ডুরাস ম্যাচে। হন্ডুরাসের মাঠে এই ম্যাচে ২-০ গোলে হেরেছে মেক্সিকো। আর ম্যাচ হারের পর মাঠ ছেড়ে যাওয়ার আগে আকস্মিকভাবে একটি উড়ন্ত বিয়ারের ক্যান এসে লাগে মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরের মাথায়। বোতলের আঘাতে আগুইরের মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়তেও দেখা যায় এ সময়। পরে জানা গেছে, এই ঘটনায় মেক্সিকান কোচের মাথায় লেগেছে চারটি সেলাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ম্যাচ শেষে আগুইরে যখন হাত মেলানোর উদ্দেশ্যে প্রতিপক্ষের ডাগআউটের দিকে যাচ্ছিলেন, তখন কাছের স্ট্যান্ড থেকে রীতিমতো বোতল–বৃষ্টি ঝরছিল। আর সেই উড়ন্ত বোতলগুলোর একটি এসে লাগে আগুইরের মাথায়। রক্তাক্ত মাথা নিয়েও অবশ্য বিচলিত দেখা যায়নি সাবেক আতলেতিকো মাদ্রিদ কোচকে।
এ সময় অবশ্য হন্ডুরাস দলের অনেকেই ছুটে আসেন আগুইরেকে সাহায্য করার জন্য। যদিও সেসব পাত্তা না দিয়ে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো ও শুভেচ্ছা জানানো অব্যাহত রাখেন ৬৫ বছর বয়সী এই কোচ।
ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে আগুইরে বলেছেন, ‘এটাই ফুটবল। কোনো ব্যাপার না।’ অন্যদিকে এই ঘটনায় পুরো মেক্সিকো দল, মেক্সিকোর জনগণ এবং আগুইরের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন হন্ডুরাস কোচ রেইনালদো রুয়েদা।
ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে ম্যাচ চলাকালেই হন্ডুরাসের সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন আগুইরে। এ সময় স্বাগতিক দর্শদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করতেও দেখা যায় মেক্সিকান কোচকে। আর দুই পক্ষের এই রেষারেষি ও বিতণ্ডার জেরেই হয়তো ম্যাচ শেষে ঘটেছে বোতল নিক্ষেপের এই ঘটনা।