ফিটনেস পরীক্ষায় পাস সাকিব, যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে

ফিটনেস পরীক্ষায় পাস সাকিব, যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে

ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি আসরের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে এই নতুন টুর্নামেন্টের আয়োজন করছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

রংপুর রাইডার্স এই লিগে খেললেও তরুণ পেসার তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পক্ষে। মূলত বাংলাদেশের এই পেস তারকাকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা। অবশ্য ইনজুরির কারণে আসরটিতে তার খেলা নিয়ে এতদিন ছিল বড় ধরনের অনিশ্চয়তা। তবে এবার আশার কথা শোনা গেল সাকিবের ঐ টুর্নামেন্ট খেলা নিয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সোমবার নেওয়া ফিটনেস টেস্টে পাশ মার্ক পেয়েছেন তানজিম। অনাপত্তিপত্র পাওয়ায় তাই তার গায়ানার হয়ে খেলার নেই আর কোনো বাধা। গ্লোবাল সুপার লিগে তাকে গায়ানার নেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন দলটিতে খেলা সাবেক দক্ষিণ আফ্রিকা লেগ স্পিনার ইমরান তাহির। তার পরামর্শেই ক্যারিবিয়ান দলটি তানজিমকে দলে টেনেছে।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় সেটা জানান তানজিম। 'বিশ্বকাপে আমার পারফরম্যান্স দেখে তাহির ভাই মুগ্ধ হন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। আমার সময়ও তখন ফাঁকা ছিল, তাই আমি রাজি হয়ে যাই।'

তানজিম এবারই প্রথম খেলতে যাচ্ছেন বিদেশী কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, যা নিয়ে তরুণ এই ক্রিকেটার শুনিয়েছেন নিজের ইচ্ছার কথা। 'বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা আমার জন্য একটি বড় সুযোগ। আশা করছি, এই লিগে খেলে অনেক কিছু শিখতে পারব এবং নিজের খেলায় আরও উন্নতি করতে পারব।'