লাঞ্চের আগে উইন্ডিজের ধীরগতির ব্যাটিং, দুরন্ত তাসকিন
টেস্ট শুরুর ৭০ মিনিট পর্যন্ত বাংলাদেশকে উইকেট তোলার জন্য করতে হয়েছে অপেক্ষা। তাসকিন আহমেদের হাত ধরে আসে প্রথম সাফল্য। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতনও তার ডেলিভারিতেই এসেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যান্টিগায় প্রথম দিন টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ধীরগতির ব্যাটিংয়ে ২৩ ওভারে তুলেছে সংগ্রহ ২ উইকেটে ৫০ রান। মিকাইল লুইস ৩৬ ও কাভেম হজ ১০ রানে ক্রিজে রয়েছেন।
অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ব্যক্তিগত ৪ রানে তাসকিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। ক্যারিবীয়দের দলীয় সংগ্রহ তখন ২৫। মিডল-লেগ স্টাম্পে করা তাসকিনের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন কেচি কার্টি। রানের খাতা না খুলেই তাইজুল ইসলামের হাতে ধরা পড়ে বাইশ গজ ছাড়েন।
ম্যাচ শুরুর আগে পিচ রিপোর্টে সাবেক ক্যারিবীয় পেসার কার্টলি অ্যামব্রোস জানিয়েছেন, ফাস্ট বোলারদের জন্য এটি দারুণ পিচ। ঘাস তাদের সহায়তা করবে। বলের গতি ও বাউন্স থাকাটা প্রত্যাশিত। পরে অবশ্য এটি ব্যাটিং উপযোগী হবে।
টসে জিতে আগে বোলিং নেয়ার সিদ্ধান্ত নেয়ার সময় মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, আমি মনে করি প্রথম ঘণ্টা বোলারদের জন্য গুরুত্বপূর্ণ। উইকেট ভালো দেখাচ্ছে, কিন্তু আমাদের প্রথম ঘন্টায় সুবিধা নিতে হবে। প্রথম ঘণ্টায় না হলেও দ্বিতীয় ঘণ্টায় এসে তাসকিন দুই উইকেট তুলে সফরকারীদের ডেরায় স্বস্তি এনেছেন।