ট্রফি জয়ের ধারাবাহিকতা রাখার প্রত্যয় কিংসের

ট্রফি জয়ের ধারাবাহিকতা রাখার প্রত্যয় কিংসের

ভুটানি রেফারির শেষ বাঁশি। বসুন্ধরা কিংস ডাগআউট থেকে ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি নিয়ে ‍দর্শকদের সঙ্গে শিরোপা জয়ের উদযাপনে শামিল হতে থাকে। এক পর্যায়ে দলের রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতেকে শূন্য উঠিয়ে উল্লাস করেছেন কিংসের ফুটবলাররা। 

কোনো লিগ বা টুর্নামেন্ট নয়, একটি ম্যাচ জিতেই এমন উল্লাস ঘরোয়া ফুটবলাঙ্গনে বিশেষ ঘটনা। গত লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আজ কিংস অ্যারেনায় গত মৌসুমে ফেডারেশন কাপের রানার্স-আপ মোহামেডানকে হারিয়েছে। এই ম্যাচের নাম দিয়েছে বাফুফে চ্যালেঞ্জ কাপ। ৫ আগস্ট পরবর্তী সময়কে ধারণ করতে চ্যালেঞ্জ কাপের আগে বাংলাদেশ ২.০ নামকরণ হয়েছে। জুলাই-আগস্ট বিপ্লবে আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে ম্যাচের নামকরণের পাশাপাশি ট্রফিতেও সেই ছোঁয়া ছিল।

দুই দিন আগে গত লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রাকিব হোসেন। গত লিগের কার্ড জটিলতার জন্য এই ম্যাচে খেলতে পারেননি তিনি। তাই ম্যাচের পর একটু গোমরা মুখে পাওয়া গেল এই উইঙ্গারকে, ‘বিশেষ একটি ম্যাচ, এমন ম্যাচে খেলতে পারলাম না, খুব খারাপ লাগছে।’

বসুন্ধরা কিংসের এই ম্যাচে জয়ের প্রকৃত নায়ক ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা। প্রথম দুই গোল তিনি করিয়েছেন। তৃতীয় গোলটি নিজে করেছেন। অসাধারণ পারফরম্যান্স করে বেশ তৃপ্ত এই ব্রাজিলিয়ান, ‘এই ম্যাচটি বিশেষ, ফলে বিশেষ পারফরম্যান্স করতে পেরে আমি খুশি। সামনেও এই ধারাবাহিকতা রাখতে চাই।’

মিগুয়েল এই ম্যাচের সেরা পারফর্মার। অথচ বাফুফের বিচারকদের রায়ে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন ডিফেন্ডার তপু বর্মণ। অথচ কিংস ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পেছনে অনেকটাই দায় রয়েছে জাতীয় দলের এই ডিফেন্ডারের

বসুন্ধরা কিংসের কোচ ভ্যালেরি তিতে চ্যালেঞ্জ কাপ জিতে খানিকটা নির্ভারই হলেন। ম্যাচের পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে, ‘মোহামেডান শুরুতে গোল করেছে, কিন্তু পুরো ম্যাচই আমরা ভালো খেলেছি। ফলাফল আমাদের পক্ষে এসেছে।’ ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে ভরাডুবি হয়েছিল কিংসের। এই জয়ে প্রত্যাবর্তন দেখছেন কিছুটা, ‘চ্যালেঞ্জ লিগে আমরা তিন ম্যাচেই দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, কিন্তু গোল পাইনি। এই ম্যাচে আমরা ভালো খেলে গোল করে জিতেছি।’

ম্যাচের ৬২ মিনিটে স্মোক ফ্লেয়ারের জন্য খেলা ৮ মিনিট স্থগিত ছিল। মোহামেডানের কোচ হারের জন্য খেলা বন্ধকে দায়ী করেছেন। তবে সেই ৮ মিনিট খেলায় তেমন প্রভাব পড়েনি বলে মন্তব্য কিংস কোচের, ‘এটা খেলার অংশ। আমরা এতে কোনো বাড়তি সুবিধা পাইনি।’

বসুন্ধরা কিংস গত মৌসুমে ট্রেবল জিতেছিল। এবার স্বাধীনতা ও সুপার কাপ টুর্নামেন্ট হচ্ছে না। চ্যালেঞ্জ কাপের পর ফেডারেশন কাপ ও লিগের প্রতিযোগিতা রয়েছে। ট্রেবল জেতার চ্যালেঞ্জ সম্পর্কে কোচ তিতে বলেন, ‘অবশ্যই সাফল্যের ধারাবাহিকতা আমার দায়িত্ব। তবে একটা বিষয় মনে রাখা দরকার– গত দলের সাত জন আমার এই দলে নেই।’

চ্যালেঞ্জ কাপ একটি ম্যাচ হলেও আর্থিক মূল্য ছিল অনেক বেশি। চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস পেয়েছে ২০ লাখ ও রানার্স-আপ মোহামেডান ৫ লাখ। দুই দলই এই অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করার কথা। কিংস অ্যারেনায় শহীদদের স্মরণ ও নামকরণে এই ম্যাচের ট্রফি প্রদান করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যেখানে বাফুফের সিনিয়র সহ-সভাপতি, চার সহ-সভাপতি থাকলেও সভাপতি তাবিথ আউয়াল ছিলেন না।