আসছে জাতীয় লিগ টি-টোয়েন্টি
দেশের ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে আরও একটি নতুন টুর্নামেন্ট। জাতীয় ক্রিকেট লিগের চার দিনের প্রতিযোগিতার সঙ্গে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট যোগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শনিবার (২৩ নভেম্বর) ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভিন্ন আঙ্গিকে টুর্নামেন্টটির লোগো উন্মোচন করা হয়েছে। টুর্নামেন্টটির টাইটেল স্পনসর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই ওয়ালটন। সিলভার স্পন্সর হিসেবে আছে লিলি ময়েশ্চারাইজ লোশন।
আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে জাতীয় ক্রিকেট লিগের আট দল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।
আট দলের লিগ পর্বের খেলা হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম আউটার মাঠে। প্লে অফের চার ম্যাচ হবে ঢাকার হোম অব ক্রিকেট মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে । ২৪ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
লগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক জনাব ফাহিম সিনহা। আরও ছিলেন টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী, পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ও চলচ্চিত্র তারকা আমিন খান, সিলভার পার্টনার রিমার্ক-হারল্যান গ্রুপের ব্র্যান্ড এম্বাসেডর ও চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ।
অনুষ্ঠানে সাত বিভাগ ও ঢাকাইয়া গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় অংশগ্রহনকারী দলগুলোকে। এই টুর্নামেন্টকে দেশীয় ক্রিকেটারদের প্রমানের মঞ্চ হিসেবে ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিপিএল-এর আগে এই টুর্নামেন্ট দেশি ক্রিকেটারদের প্রমানের মঞ্চ। আমি আশা ক্রিকেটাররা সে সুযোগ নেবে এবং নিজেদের মেলে ধরবে। যা কিনা দেশের ক্রিকেটকে সাহায্য করবে, টি টোয়েন্টিতে বাংলাদেশকে এগিয়ে নেবে।’