১৮১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের ইনিংস ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছিল ৯ উইকেট ২৬৯ রানে। তখন পর্যন্ত ১৮১ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। আজ সোমবার টেস্টের চতুর্থ দিনে এই ব্যবধান খানিকটা হলেও কমানোর সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু মেহেদি হাসান মিরাজের দল আর ব্যাটিংয়ে নামেনি। ইনিংস ঘোষণা করে দিয়েছে ওই রানেই। ফলে প্রথম ইনিংসে ১৮১ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানরা এখন তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে। এই প্রতিবেদন লেখার সময় ৮ ওভারে ১ উইকেটে ৩০ রান করেছে দলটি। ফলে এখন পর্যন্ত ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
দুই দলের এটি প্রথম টেস্ট। চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে খেলছেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মিরাজ।