তাসকিনের ৬ উইকেট, বাংলাদেশের লক্ষ্য ৩৩৪

ছবি: বিসিবি

অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ১৫২ রানেই থামিয়ে দিয়েছে বাংলাদেশ। সুবাদে এই ম্যাচ জয়ের জন্য ৩৩৪ রানের লক্ষ্য পেয়েছে সফরকারীরা।

সোমবার ম্যাচের চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তৃতীয় দিনটা তারা শেষ করেছিল ৯ উইকেট ২৬৯ রান তুলে। ফলে প্রথম ইনিংসে ১৮১ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করা ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে খুব বেশি এগুতে পারেনি।

কিন্তু প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করা ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে খুব বেশি এগুতে পারেনি। তাসকিন আহমেদ ৬ উইকেট শিকার করে অল্পতেই থামিয়ে দিয়েছে স্বাগতিকদের।

১৪.১ ওভারে ৬৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন তাসকিন। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং।

চতুর্থ দিনের বাকি আরও ৪১ ওভার। এর সঙ্গে থাকছে পঞ্চম দিনের ৯০ ওভার। সব মিলিয়ে ১৩১ ওভারে বাংলাদেশকে করতে হবে ৩৩৪ রান।