তবু বড় হারের মুখে বাংলাদেশ
ক্যারিয়ারসেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস অল্পতেই গুটিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপরও অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে বড় হারের মুখে পড়েছে সফরকারী বাংলাদেশ।
৩৩৪ রানের লক্ষ্যে খেলতে খেলতে নেমে সোমবার (২৫ নভেম্বর) চতুর্থ দিন শেষে ১০৯ রান তুললেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে মেহেদী হাসান মিরাজের দল। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য আরও ২২৫ রান করতে হবে টাইগারদের। কিন্তু হাতে আছে মাত্র ৩ উইকেট।
অথচ দ্বিতীয় ইনিংসে তাসকিনের বোলিং তোপে ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬৪ রানে ৬ উইকেট নেন তাসকিন।
৯ উইকেটে ২৬৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে টাইগাররা।
প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮১ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ব্যাটারদেরও পরিণতি হয়েছে একই।
কিমার রোচের তোপের মুখে পড়ে ২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাকির হাসানকে শূন্যতে, দু’বার জীবন পাওয়া মুমিনুল হককে ১১ ও শাহাদাত হোসেনকে ৪ রানে শিকার করেন রোচ। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে ৬ রানে থামান সিলেস।
পঞ্চম উইকেটে ৩২ বলে ৩৬ রানের জুটিতে বাংলাদেশকে চাপমুক্ত করার চেষ্টা করেন মিডল অর্ডারে নামা লিটন দাস ও অধিনায়ক মিরাজ। লিটনকে ২২ রানে আউট করে জুটি ভাঙ্গেন শামার।
ষষ্ঠ উইকেটে জাকের আলিকে নিয়ে ৪৩ রানের জুটিতে বাংলাদেশের রান ১শ পার করেন মিরাজ। কিন্তু দিনের শেষভাগে পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে হারের মুখে ঠেলে দেন সিলেস।
৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৪৫ রান করা মিরাজকে এবং ৪ রান করা তাইজুলকে শিকার করেন সিলেস।
আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয় দিনের খেলা। জাকের ১৫ ও হাসান শূন্যতে অপরাজিত আছেন। রোচ ও সিলেস ৩টি করে উইকেট নিয়েছেন।