২০১ রানে হারল বাংলাদেশ
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানে হেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) পঞ্চম ও শেষ দিনে ৪০ মিনিটের কম সময়ের মধ্যে গুটিয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এই সময়ে ৭ ওভারে ২৩ রান যোগ করতে নিজেদের হাতে থাকা ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। অলআউট হয় ১৩২ রানে।
৩৩৪ রানের লক্ষ্য পাওয়া বাংলাদেশ সোমবার (২৫ নভেম্বর) চতুর্থ দিন শেষে ১০৯ রান তুললেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। পরাজয়টা তাই অনুমিতই ছিল। তবে পরাজয়ের ব্যবধান কতটা কমাতে পারে বাংলাদেশ, কৌতূহল ছিল এটাই। শেষ পর্যন্ত সেই ব্যবধান খুব বেশি কমাতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল।
অথচ দ্বিতীয় ইনিংসে তাসকিনের বোলিং তোপে ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে তারা ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। বিপরীতে বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে।
জ্যামাইকায় আগামী শনিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।