পাকিস্তানের বিপক্ষে বড় হার বাংলাদেশের

জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ওমানের মাসকাটে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।

স্বাগতিক ওমানকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ এদিন প্রথম কোয়ার্টারেই তিনটি পেনাল্টি কর্নার আদায় করে। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি। পরের তিন কোয়ার্টারে আর একটিও পেনাল্টি কর্নার পায়নি বাংলাদেশ। পায়নি কাঙিত গোলের দেখাও। 

প্রথম কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হলেও পরের তিন কোয়ার্টারে দুটি করে গোল হজম করে ৬-০ গোলে হার মানে বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে সর্বাধিক তিন গোল করেন খান সুফিয়ান। একটি করে গোল করেছেন রানা ওয়ালিদ, আহমদ মোহাম্মদ ও হায়াৎ জাকারিয়া।

দুই ম্যাচে একটি করে জয় ও হারে পুল বি-তে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। মওদুদুর রহমান শুভর দল নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার মালয়েশিয়ার মুখোমুখি হবে। আর চতুর্থ ও শেষ পুল ম্যাচে রবিবার চীনের মুখোমুখি হবে তারা।