তামিমের সেঞ্চুরিতে দারুণ শুরু বাংলাদেশের

ছবি: বিসিবি

অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দারুণ এক সেঞ্চুরিতে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আফগানিস্তান যুবাদের ৪৫ রানে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের মিশন শুরু করেছে শিরোপাধারীরা।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তিন নম্বরে নামা তামিম ১৩৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেন। ওপেনার কামাল সিদ্দিকি খেলেন ১১০ বলে ৬৬ রানের ইনিংস।

দ্বিতীয় উইকেট জুটিতে ১৪২ রান যোগ করেন তামিম- কামাল জুটি। এই দুইয়ের নৈপুণ্যেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের পুঁজি গড়ে বাংলাদেশের যুবারা।

তামিম সেঞ্চুরিতে একটি রেকর্ডও গড়েছেন। যুব ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনি।

২২৯ রানের লক্ষ্যে আফগান যুবারা ২ উইকেটে ১১৬ রান তুলে ফেলেছিল। উইকেটে ছিলেন দুই সেট ব্যাটসম্যান নাসির খান ও ফয়সাল খান। কিন্তু সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বোলাররা। ৬৭ রানের মধ্যে প্রতিপক্ষের শেষ ৮ উইকেট তুলে নেয়। ফলে ৪৭.৫ ওভারে ১৮৩ রানে থামে আফগান যুবাদের ইনিংস।

এই ম্যাচে আফগানিস্তানের হয়ে খেলেছেন আল্লাহ গজনফর। সম্প্রতি আইপিএলে দল পাওয়া এই ক্রিকেটার ১০ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ফয়সাল খান। তিনে নামা এই ব্যাটসম্যান করেছেন ৫৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন নাসির খান। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার আল ফাহাদ এবং ইকবাল হোসেন।

রবিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।