অ্যাডিলেড টেস্টে নেই হ্যাজেলউড

অ্যাডিলেড টেস্টে নেই হ্যাজেলউড

বাঁ-দিকে লো গ্রেডের ইনজুরির কারণে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার (৩০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে হ্যাজেলউড দলের সঙ্গে অ্যাডিলেডে থাকবেন। বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি ম্যাচগুলোর জন্য পুনবার্সন চালিয়ে যাবেন ৩৪ বর্ষী এই পেসার। 

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে প্ৰথম ইনিংসে সেরা বোলার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন হ্যাজেলউড। ভারত ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। হ্যাজেলউড ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে ২১ ওভার বল করে মাত্র ২৮ রান খরচ করে তুলে নেন ১ উইকেট।

হ্যাজেলউডের বদলি হিসেবে একসঙ্গে দুজন পেসারকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে যুক্ত হচ্ছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট। দুজনেই আগে টেস্ট দলে ডাক পেলেও কারোর অভিষেক হয়নি।