১৬৪ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে রবিবার (১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৯৫ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা। আগের দিনের ২ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শুরু করেও তাই ১৬৪ রানে অলআউট বাংলাদেশ।

টাইগারদের পক্ষে ওপেনার সাদমান ইসলাম ১৩৭ বলে সর্বোচ্চ ৬৪ রান করেছেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ৭৫ বলে ৩৬ রান। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র দুজন- শাহাদাত হোসেন (২২) ও তাইজুল ইসলাম (১৬)।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার জেডেন সিলস। ১৫.৫ ওভারে ১০ মেডেন নিয়ে মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ এখন ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান তুলে চা বিরতিতে গেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশ এখনও এগিয়ে আছে ১৪৮ রানে।