না ফেরার দেশে এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া
২০১০ সালের এসএ গেমসে সোনা জয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৩১ বছর।
দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া। সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকে শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন সাদিয়া। একই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও সোনা জেতেন তিনি।