ফারজানা-শারমিনের রেকর্ড জুটিতে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সোমবার (২ ডিসেম্বর) তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইরিশ মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৮৬ রানের লক্ষ্য ৭৫ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তবে ঘরের মাঠে এমন নজির এটিই প্রথম।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ডের মেয়েরা। দলটির পক্ষে অধিনায়ক গ্যাবি লুইস সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন। ৭৯ বলে ৯ চারে নিজের ইনিংস সাজান তিনি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা। সুলতানা ও নাহিদার নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানে মুর্শিদা খাতুনকে হারালেও দ্বিতীয় উইকেটে বড় জুটি উপহার দেন ফারজানা হক ও শরমিন আক্তার। দুজন ১৪৩ রান যোগ করেন। মেয়েদের ওয়ানডেতে যা যে কোনো উইকেট জুটিতেই বাংলাদেশের রেকর্ড।
ভারতের আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে এই সিরিজে পূর্ণ ছয় পয়েন্ট জরুরি ছিল বাংলাদেশর জন্য। তিন ম্যাচেই দাপুটে জয়ে সেই লক্ষ্য পূরণ করেছে জ্যোতিরা।
ম্যাচসেরা হয়েছেন শারমিন আক্তার। তিন ফিফটিতে ১৭২ রান করে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন ফারজানা।