নাহিদের ৫ উইকেটে বাংলাদেশের লিড

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানের পুঁজির পরও বোলারদের নৈপুণ্যে লিড পেয়েছে বাংলাদেশ।

জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে সোমবার (২ ডিসেম্বর) ক্যারিবীয়দের প্রথম ইনিংস ১৪৬ রানে থামিয়ে দিয়েছে টাইগাররা। ফলে ১৮ রানের লিড পায় সফরকারীরা। ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে লিড এনে দিতে বড় ভূমিকা রেখেছেন পেসার নাহিদ রানা।

১ উইকেটে ৭০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলারদের তোপে নতুন দিনে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান যোগ করতে পেরেছে তারা।

১৮ ওভারে ৬১ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন নাহিদ। এটি তার ক্যারিয়ারসেরা বোলিং।

আরেক পেসার হাসান মাহমুদ নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখন ব্যাট করছে।