কিংস্টন টেস্টে চালকের আসনে বাংলাদেশ

পেসার নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটারদের চোখজুড়ানো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের চালকের আসনে আছে মেহেদী হাসান মিরাজের দল।

দ্বিতীয় ইনিংসে ফিফটির কাছাকাছি গিয়ে আউট হয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। কিংস্টন টেস্টে বাংলাদেশকে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে গড়তে হবে ইতিহাস।

দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৪১.৪ ওভার খেলেছে বাংলাদেশ। সাদমান-মিরাজের ৭০, সাদমান-শাহাদাত দিপুর ৪৭ ও লিটন দাস-জাকের আলীর ৪১ রানের তিনটি জুটির কল্যাণে ১৯৩ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে ২১১ রানের লিডে এগিয়ে থেকে চতুর্থ দিন সকালে ব্যাটে নামবেন অপরাজিত জাকের (২৯) ও তাইজুল ইসলাম (৯)।

এর আগে দিনের শুরুতে ক‍্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশকে পথ দেখান নাহিদ রানা। ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামিয়ে দেন ১৪৬ রানে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে যে কোনো স্বাগতিক দেশের প্রথম ইনিংসে যা সর্বনিম্ন। পরে পাল্টা আক্রমণে সুর বেঁধে দিলেন শাহাদাত হোসেন। সেই পথ ধরে দলকে এগিয়ে নেন মিরাজ, সাদমান ইসলাম।

স‍্যাবিনা পার্কে সর্বোচ্চ রান তাড়া জয়ের রেকর্ড ২১২ রান। সেই রান ছাড়িয়ে আরও বড় লক্ষ‍্য দেওয়ার দুয়ারে আছে বাংলাদেশ। এখনও ব‍্যাটিংয়ে বাকি অসুস্থতার জন‍্য তৃতীয় দিন মাঠের বাইরেই থাকা মুমিনুল হক। তিন চারে ৪৯ বলে ২৯ রানে ব‍্যাট করছেন জাকের। ২২ বলে তাইজুল ইসলামের রান ৯।

খরুচে বোলিংয়ে ১০ ওভারে ৭০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন শামার জোসেফ। ওভার প্রতি চারের বেশি রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন জেডেন সিলস ও আলজারি জোসেফ।

৮ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন জাস্টিন গ্রেভস। তার অফকাটার যেভাবে ভেতরে ঢুকেছে সেটা আশাবাদী করে তুলতে পারে বাংলাদেশের দুই স্পিনার মিরাজ ও তাইজুলকে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৬৪

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৪৬

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪১.৪ ওভারে ১৯১/৫ (সাদমান ৪৬, মিরাজ ৪২, জাকের ২৯*, শাহাদাত ২৮, লিটন ২৫, তাইজুল ৯*।