প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ
যুব বিশ্বকাপে খেলার হাতছানি নিয়ে যুব এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। সেই স্বপ্ন পূরণ হয়েছে লাল-সবুজের প্রনিধিদের।
ওমানের মাসকাটে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) যুব এশিয়া কাপ তথা যুব বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। ফলে প্রতিযোগিতার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের জন্য যোগ্যতা অর্জন করেছে তারা।
আর এর মধ্য দিয়েই যুব বিশ্বকাপের টিকেট পাওয়ার শর্তও পূরণ হয়ে গেছে তাদের।
আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ হকি। সেই আসরে স্বাগতিক ভারত সহ যুব এশিয়া কাপের শীর্ষ ৭ দল কোয়ালিফাই করবে।
ভারত এরই মধ্যে যুব এশিয়া কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে স্বাগতিক হিসেবে নয়, সরাসরিই তারা যুব বিশ্বকাপে খেলবে। বাকি ছয় দলের মধ্যে বাংলাদেশ যে থাকছে, তাতে আর কোনো সংশয় নেই।
পুল ‘বি’-তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারায়। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। চতুর্থ ম্যাচেও ১–১ ড্র চীনের সঙ্গে। এরপর থাইল্যান্ডের বিপক্ষে এলো প্রত্যাশিত জয়।